রক্তের সংকট মেটাতে উদ্দ্যেগ ক্লাবের
বাপ্পা রায়,ময়নাগুড়ি, ৪ ডিসেম্বর : বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারি উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও পর্যাপ্ত রক্ত পাওয়া যাচ্ছে না ব্লাড ব্যাংক গুলিতে। এবার সেই রক্তের সমস্যা মেটাতে উদ্যোগী হলো ময়নাগুড়ির দোমহনী এলাকার একটি ক্লাব। শনি পূজাকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। ময়নাগুড়ির দোমহনী নতুন বাজারের আমরা সবাই ইউনিটের পরিচালনায় ও জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে মোট ৩০ ইউনিট রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হয়। আমরা সবাই ইউনিটের পক্ষ থেকে মৌমিতা চন্দ বলেন, “আমরা এই পূজা প্রতিবছর আয়োজন করে থাকি। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে যে রক্ত সংকট বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে সেদিকে লক্ষ্য রেখে রক্ত সংকটের কারণে কেউ যেন মারা না যায় উপলক্ষেই আমাদের এই উদ্যোগ।