রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন তৃনমূল কংগ্রেস
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: আজ করোনা মহামারীর ফলে চারিদিকে ব্যাপক রক্ত সংকট মেটানোর লক্ষ্যে ১৯ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়ের উদ্দ্যোগে আরগ্যালয়ের তত্ত্বাবদানে এবং ডাবগ্রাম ২ নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির পরিচালনায় আশিগড় মোড়ের লক্ষিভবনে, “রক্তদান শিবির ” অনুষ্ঠিত হয় ।১২৩ জন রক্তদান করেছেন ,তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে কলা,ডিম,মিষ্টি, ফুটি, এক গ্লাস গরম দুধ বলে জানিয়েছেন যুব সভাপতি গৌতম গোস্বামী।এই অনুস্ঠানে উপস্থিতি রাজ্য পযটন মন্ত্রী গৌতম দেব ,ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের যুব সভাপতি গৌতম গোস্বামী,ডাবগ্রাম ২ নং অঞ্চলের প্রধান সুধা সিংহ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।