রক্তের সংকট মেটাতে এগিয়ে এল থানেশ্বর ক্লাব
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : রক্তের সংকট মেটাতে কোচবিহার-২ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ‘থানেশ্বর ক্লাব’ রক্তদান শিবিরের আয়োজন করলো। রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা দাস বর্মন। এছাড়াও এলাকার পঞ্চায়েত সদস্য দীনেশ কার্যী, প্রতিটি ক্লাব সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের মধ্যে সুশান্ত বিশ্বাস, সজীব দাস, পার্থ দে এবং কাজল কুমার নন্দী জানিয়েছেন আমাদের ক্লাব সারা বছর নানা সমাজ সেবামূলক কর্মসূচি পালন করে থাকে। তাই এবার রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হল। প্রথমবার এরকম একটি সামাজিক কাজে অংশগ্রহন করতে পেরে সকলেই ভীষণ আনন্দিত। এদিন সকাল ১১ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত শিবির চলেছিল। এদিনের শিবিরে মোট ২৬ জন রক্তদান করেছেন। তাঁদের হাতে জলখাবার ও সংশাপত্রের সঙ্গে ২ টি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছে। সংগৃহীত রক্ত কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। থানেশ্বর ক্লাবের এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।