রক্ত দান শিবিরের আয়োজন
নিউজ ডেস্ক,মালদা: মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগ ও মোথাবাড়ি থানার ব্যবস্থাপনায় ২ নম্বর ব্লকের সুকান্ত ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রতুয়া সার্কেলের সিআই সুজন কুমার রায়, সংশ্লিষ্ট থানার সমস্ত পুলিশ আধিকারিক।
রক্তদান শিবিরে সিভিক ভলেন্টিয়ার সহ মোথাবাড়ি থানার একাধিক পুলিশ অফিসার স্বেচ্ছায় রক্ত দান করেন।সকল দশটা থেকে শুরু হয় এই রক্তদান শিবি র । পুলিশ প্রশাসনের কর্তারা জানান দুপুর দুটো পর্যন্ত এই রক্তদান শিবির চলবে। এ রক্তদান শিবিরে শতাধিক জন রক্ত দান করেন। তাদের মধ্যে পুলিশ অফিসার সিভিক ভলেন্টিয়ার লেডি সিভি ভলেন্টিয়ার ও রক্তদান করেন।পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।