রতনের চিকিৎসায় আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁর মা জ্যোৎস্না বর্মন
মাথাভাঙ্গাঃ মাথাভাঙ্গা-১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ির বাসিন্দা বছর ১৯-র রতন বর্মন কয়েক মাস ধরে প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছেন। বর্তমানে শয্যাশায়ী। তাঁকে সুস্থ করার লক্ষ্যে চিকিৎসকরা অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু অপারেশনের খরচ কী করে জোগাড় হবে তা নিয়ে রতনের বাবা-মা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তাই রতনের চিকিৎসায় আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁর মা জ্যোৎস্না বর্মন। নিশ্চয়ই কোনও সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে তাঁর আশা।
রতনের বাবা উপেন্দ্রনাথ বর্মন প্রান্তিক চাষি। সামান্য দু’বিঘা জমির আবাদ করে সংসার ঠিকমতো চলেনা বলে মাঝেমধ্যে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান। শারীরিক অসুস্থতার জেরে চলতি বছর উচ্চমাধ্যমিকের একটি পরীক্ষা দিতে পারেননি। রতন জানান, মাস সাতেক আগে হঠাৎ একদিন তাঁর পেটে ব্যাথা ও গ্যাসের সমস্যা দেখা দেয়। অসুস্থতা বোধ করলে নয়ারহাটের গ্রামীণ এক চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হয়। এরপর মাথাভাঙ্গা ও কোচবিহারেও ডাক্তার দেখানো হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় এরপর তাঁকে শিলিগুড়িতে ডাক্তার দেখানো হয়। সেখানেই তাঁর প্যানক্রিয়াসে পাথর ধরা পড়ে। রয়েছে আরও অন্য সমস্যাও। চিকিৎসকরা দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। টাকা জোগাড় করা নিয়ে রতনের বাবা-মা চরম উৎকন্ঠায় রয়েছেন। রতনের মা জ্যোৎস্না বর্মনের বক্তব্য, ছেলের চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করব বুঝে উঠতে পারছি না। কোনও ব্যক্তি বা সংস্থা অর্থ সাহায্য করলে সারাজীবন কৃতজ্ঞ থাকব।
রতন পানিগ্রাম হাইস্কুলে পড়তেন। সেই স্কুলের পরিচালন কমিটির সদস্য সঞ্জয়কুমার বর্মন বলেন, স্কুলের তরফে সাধ্যমত রতনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। অন্যদেরও এ কাজে এগিয়ে আসা উচিৎ। পরিবারের যোগাযোগ নম্বর: ৯০৪৬৬২০৯৮৯
