রতুয়ায় বাম সংগঠনের অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক,রতুয়া: দিল্লিতে কৃষক আন্দোলনের যুক্ত সংগঠনের সমর্থনে ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সারা ভারতবর্ষের জুড়ে আন্দোলন চালিয়ে আসছে কৃষক সংগঠন সেইমতো আজ দিল্লিতে কৃষক আন্দোলনে যুক্ত সংগঠন এর সমর্থনে ও কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়ে ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে শামিল হলেন রতুয়ায় কৃষক সভা খেতমজুর ইউনিয়ন, CITU ।

এদিন রতুয়ায় কৃষক সভা খেতমজুর ইউনিয়ন, CITU পক্ষ থেকে মিছিল বের করা হয় যেটি রতুয়া বাজার এলাকা পরিক্রমা করে এদিনকার এই মিছিলে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমঃ ভূবন কুমার, জয়নাল আবেদিন,সুশান্ত সিংহ জহুর আলম ও নজরুল ইসলাম সহ শতাধিক কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *