রবিবারের ছুটির দিনে প্রচারের ঠাসা কর্মসূচির মাঝে সেগুনিয়া থানে পুজো মিতালীর

Posted by: Kshiroda Roy

সুব্রত রায়, ধূপগুড়ি: রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী। ধূপগুড়ির তৃণমূল প্রার্থী মিতালি রায় রবিবার সকাল থেকেই প্রচারে বেড়িয়ে পড়েছেন। জলপাইগুড়ি জেলায় পঞ্চম দফায় ভোট আগামী ১৭ ই এপ্রিল। তার আগে দুইটি রবিবার প্রচারের জন্য পাবেন প্রার্থীরা। তাই ছুটির দিনে সবাইকে পেতে সকালেই বাড়ি বাড়ি প্রচার ও খুলি বৈঠকে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী। এদিন সকালে তিনি প্রথমে বাড়ঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকা ও পরে মাগুরমারি ১ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালান। এদিন তৃণমূল প্রার্থী মিতালি রায় দিনভর প্রচার চালান। দুপুরের খাওয়া তৃণমূল কর্মীর বাড়িতেই সাড়েন তিনি। মূলত প্রচারে গিয়ে শেষ দশ বছরের উন্নয়নের ক্ষতিয়ান যেমন তুলে ধরছেন তিনি । সেইসাথে ধূপগুড়ির উন্নয়নের জন্য বাকি যে কাজগুলো করা হবে তাও তুলে ধরা হচ্ছে।তৃণমূল প্রার্থী মিতালি রায় জানান,” মানুষ তৃণমূলের সাথে আছে। তৃণমূল কংগ্রেসের আমলে গত ১০ বছরে যে উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা মানুষ পেয়েছে তা দেখেই মানুষ তৃণমূলকে ভোট দেবে। তাই তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল এবং ধূপগুড়িতেও জিতবে তৃণমূল।”এদিন এছাড়াও তিনি শালবাড়ি ১ , ঝাড়আলতা ১, ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েত ও বানারহাট এলাকায় প্রচার চালান। ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত গারকুঠা এলাকায় রাজবংশী সমাজের সংস্কৃতি মেনে সেগুনিয়া থানে পূজা দিতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। সেইসাথে বিকেলে ধূপগুড়ি কালিরহাট এলাকায় মিছিলেও পা মেলান তিনি। মিছিলে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মলয় রায়, তৃণমূল নেতা সুভাষ রায় সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *