রবিবার সন্ধ্যায় বড়মরিচায় তৃণমূলের মিছিল লক্ষ্য করে বোমা নিক্ষেপ, ধৃত ১ দুস্কৃতি
শীতলখুচি: তৃণমূলের মিছিলে বোমা নিক্ষেপ দুষ্কৃতীদেরকেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে রবিবার সন্ধ্যায় বড়মরিচা বাজারে তৃণমূল কংগ্রেস মিছিল করে। সেই মিছিল চলাকালীন মিছিলের পিছনে বোমা নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠলো। মিছিলে অংশগ্রহণকারীরা বোমা নিক্ষেপকারী দুষ্কৃতীদের মধ্যে একজনকে ধরে ফেলে এবং বাকিরা পলাতক বলে খবর।ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই শীতলখুচি থানার পুলিশকে খবর দেওয়া হয়। শীতলকুচি থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। এলাকায় উত্তেজনা চলছে, চলছে পুলিশের টহলদারি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লালবাজার অঞ্চলের তৃনমূল কংগ্রেসের সভাপতি নুর ভক্ত মিয়া বলেন, বিজেপিরাই এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা যাকে হাতেনাতে ধরেছি সে বিজেপি কর্মী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পলাতকদের অবিলম্বে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান। অন্য দিকে অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্বরা।