রহস্যজনক ভাবে নিখোঁজ বয়স ২৩ এর প্রসেনজিৎ সরকার
শিলিগুড়ি: নিজস্ব সংবাদদাতা :
দুঃখজনক ও চাঞ্চল্যকর ঘটনা রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক, ফুলবাড়ির বিভিন্ন এলাকায় হন্যে হয় খুঁজে বেড়াচ্ছেন যুবকের দাদা ও তার পরিবারের লোকেরা, পরিবার সূত্রে জানা যায় গত শনিবার বাড়ি থেকে তাকে খুঁজে পাচ্ছেনা যুবককে, এরপর গতকাল নিউ জলপাইগুড়ি থানার পুলিশের দারস্ত হন পরিবারের সদস্যরা, এদিকে যুবকের সাথে থাকা সাইকেল উদ্ধার হয়েছে ফুলবাড়ি কাঞ্চনবারি এলাকায়, সাইকেল উদ্ধারের পরেই যুবকের দাদা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেংগে পড়েন, সকাল থেকে রাত পর্যন্ত খুঁজে বেড়াচ্ছেন তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি যুবকের। নিখোঁজ যুবকের নাম প্রসেনজিৎ সরকার বয়স ২৩ বছর, বাড়ি ভালোবাসা মোড় পাচকেলগুরি এলাকায়,কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।