রহস্যজনক ভাবে মৃত্যু এক যুবকের, ঘটনায় চাঞ্চল্য
শিলিগুড়ি,২ডিসেম্বরঃ মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন,বয়স ৩০। যুবকের বাড়ি শিলিগুড়ির ডাঙ্গীপাড়া এলাকায় বলে জানা গিয়েছে।
গতকাল রাতে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছ থেকে। সেই সময় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর টহলদারি ভ্যান টহল দিচ্ছিল, তাদের নজরে পড়ে । দ্রুত পথের ওপর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করবার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার কাছে থাকা মোবাইল এবং বিভিন্ন নথি দেখে তার পরিবারকে খবর দেয় শিলিগুড়ি থানার পুলিশ। খবর শোনার পর শিলিগুড়ি থানায় ছুটে আসে তার আত্মীয়-স্বজন পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা।
জানা যায় গতকাল একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল যুবক ।রাত বারোটা সময়কালে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।সেই সময় কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন।সাদ্দাম হোসেনের একটি ছোট সন্তান রয়েছে।মৃতদেহ উদ্ধারের ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিন দুপুরে সাদ্দাম হোসেনের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয় ।তার আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা জানায় পুরোপুরি সুস্থ ছিল এই মৃত্যু রহস্যজনক।
সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
