রাখির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সাপের কামড় নিয়ে সচেতনতার বার্তা
আলিপুরদুয়ার: বর্ষাকালে সাপের সাপের উপদ্রব বাড়ে ,সব সাপ বিষধর নয় , এখানে যে সমস্ত সাপ পাওয়া যায় তার মধ্যে কয়েকটি সাপ বিষধর,বাকি সব নির্বিষ ।সামনেই রাখি সেই উপলক্ষে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা রাখীর মাধ্যমে সচেতনতা বার্তা তুলে ধরা কাজ করছি। এই রাখি পরিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেওয়াই লক্ষ্য এই সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে রাখি বানানো হয়েছে রাখি গুলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সাপের কামড় নিয়ে সচেতনতার বিভিন্ন ছবি যেমন ,সাপ কামড় দিলে দ্রুত হাসপাতালে যাবার জন্য বাইক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ,বলা হয়েছে সাপের কামড়ে একমাত্র চিকিৎসা হয় হাসপাতালে ,পাওয়া যায় এভিএস নামক ঔষধ।এই বিশেষ রাখি গুলিতে রয়েছে সাপ এবং এভিএস এর ছবি ।সব মিলিয়ে প্রায় দুই হাজারের মতো রাখি বানানো হয়েছে আমাদের লক্ষ্য ২০৩০ সাপের কামড়ে মৃত্যু অধৈকে নামিয়ে আনা। সেজন্য মানুষকে আর সচেতনতা করতে এই রাখী। এই রাখি গুলি তৈরি করছেন সংস্থা মহিলা সদস্যারা সোমা কুন্ডু ইতি সরকার ,পাখি চৌধুরী , চুমকি সরকার বাজার থেকে সুতো কিনে আনা হয়েছে আর বিভিন্ন সচেতনতা বার্তা কাগজ ছাপিয়ে আনা হয়েছে , সেগুলো কাটিং করে ফুটো করে সুতো লাগিয়ে তৈরি হয়েছে । এই রাখি আলিপুরদুয়ার জেলাতে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ,পার্শ্ববর্তী রাজ্য পাঠানো হবে। সাধারণ সম্পাদক কৌশিক দে , আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চয়ন ঘোষ, পরিতোষ সাহা, অম্বরিশ ঘোষ
