রাজগঞ্জে পার্থেনিয়ামে ছেয়ে গেছে জাতীয় সড়ক
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ ১২ মেঃ পার্থেনিয়াম-এ ছেয়ে গেছে জাতীয় সড়ক। রাজগঞ্জ ব্লকের করোতোয়া মোড় থেকে শুরু করে ভুটকি হাট মোড় পর্যন্ত 31 ডি জাতীয় সড়কের মাঝে ডিভাইডার এবং রাস্তার দুই ধারে পার্থেনিয়াম এর গাছ ও ফুলে ভরে গেছে।
পার্থেনিয়াম প্রসঙ্গে ডাঃ স্বপন দাস বলেন, পার্থেনিয়াম খুবই বিষাক্ত একটি গাছ। বেশ কিছুদিন আগে একটি বাচ্চা পার্থেনিয়াম এর কয়েকটি পাতা মুখে দেয়। কিছুক্ষণ পরেই ওই বাচ্চার বমি সহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। স্বপন বাবু বলেন পার্থেনিয়ামের ফুল খুব হালকা একটু বাতাসেই উড়ে যায়। এর ফুলের সংস্পর্শে মানুষ এলে কাশি গলা ব্যথা সহ নানা রকম উপসর্গ দেখা দেয়।