রাজগঞ্জে বাড়ি বাড়ি চলছে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের ভোটদান
Posted by: Kshiroda Roy
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ: শুরু হয়ে গেল পঞ্চম দফার ভোট। এবার পঞ্চম দফায় অন্যান্য কেন্দ্রের সঙ্গে আগামী ১৭ এপ্রিল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র ভোটদান অনুষ্ঠিত হবে। কিন্তু ভোটের আগেই রাজগঞ্জ বিধানসভায় বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভোট দান।বুধবার থেকে রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন অঞ্চলে চলেছে এই ভোট দান পর্ব।ভোট পর্ব চলবে আগামী রবিবার পর্যন্ত। তবে এই ভোটদান বয়স্ক নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্নদের। এদিন রাজগঞ্জ বিডিও অফিস থেকে সংশ্লিষ্ট ভোট কর্মীদের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।কেন্দ্রীয় বাহিনীর নজরদারীতে ভোটগ্রহণের কাজ করছেন ভোটকর্মীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের যেসব বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছিলেন তাদের ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোট কর্মীরা ওই ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নিচ্ছেন। ১,২৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এই ভোট গ্রহণ চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এদিন প্রতিবন্ধী নাগরিকরা এবং বয়স্ক নাগরিকরা বাড়িতে ভোট দান করতে পেরে দারুণ খুশি। তারা বলেন অতীতে তাদের ভোট গ্রহণ কেন্দ্র যেতে অনেক অসুবিধা হতো। এবার নির্বাচন কমিশন তাদের ভারী বাড়িতে ভোট দেওয়র ব্যবস্থা করার জন্য তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। রাজগঞ্জ বিধানসভা ক্ষেত্রের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের চাকিয়াভিটা গ্রামের বাসিন্দা ৯০ বছরের বৃদ্ধা হেমলতা সরকার ভোট দানের পর বলেন জীবনে এসে বাড়িতে ভোট দিতে পেরে তিনি দারুণ খুশি।