রাজগঞ্জে শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বিজেপির মিছিল ও সভা
রাজগঞ্জ: কোচবিহার খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল রাজগঞ্জের পানিকউরী গ্রাম পঞ্চায়েতের মগড়াডাংগি বাজারে।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নিতাই মন্ডল, আশিস দে, অর্জুন মন্ডল, ধনঞ্জয় মল্লিক সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। নিতাই মন্ডল ও আশিস দে অভিযোগ করেন, “রাজ্যের বিরোধী দলনেতার উপর তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।”
বিজেপি নেতারা জানান, এই হামলার প্রতিবাদে আজকের মতোই লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালানো হবে দলের পক্ষ থেকে। তাদের দাবি, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে এবং এই ধরনের ঘটনাকে বরদাস্ত করা হবে না।
