রাজগঞ্জ এমএলএ কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন রামমোহন রায় ফ্যানস ক্লাব, ময়নাগুড়ি
ময়নাগুড়ি: রবিবার গভীর রাতে জমজমাট ফাইনালে ইতিহাস গড়ল রামমোহন রায় ফ্যানস ক্লাব, ময়নাগুড়ি। রাত প্রায় ১২টা ৩০ মিনিটে শুরু হয় বহু প্রতীক্ষিত ম্যাচ।
প্রথম দিনের সেমিফাইনাল জিতে ওমিশা এন্টারপ্রাইজ ফাড়াবাড়ি নেপালি বস্তি ফাইনালে পৌঁছায়। অন্যদিকে দ্বিতীয় দিনের ম্যাচে পাসিং ফুটবল খেলে ফাইনালে জায়গা করে নেয় রামমোহন রায় ফ্যানস ক্লাব।
ফাইনাল খেলায় ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে শেষ পর্যন্ত ৩–৫ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রামমোহন রায় ফ্যানস ক্লাব, ময়নাগুড়ি।
দুই দিনের এই দিবারাত্রি টুর্নামেন্টের সমাপ্তি ঘটে উৎসবমুখর পরিবেশে। আকাশে আতশবাজির ঝলকানিতে ফাইনাল পরিণত হয় উৎসবে।
এরপর রানার্স দলের হাতে ৮০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন এমএলএ কাপ ফুটবল কমিটির সভাপতি অরিন্দম ব্যানার্জি। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন রাজগঞ্জের বিধায়ক।
ময়নাগুড়ির সমাজসেবী রামমোহন রায় এই টুর্নামেন্ট আয়োজনের জন্য কমিটি ও বিধায়ককে ধন্যবাদ জানান। অন্যদিকে বিধায়কও সকলকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
