রাজনৈতিক উত্তেজনা কমাতে মাইক যোগে বার্তা পুলিশের

সৌমিত্র বর্মন, ফুলবাড়ি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ।এরাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।এর পাশাপাশি বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা প্রতিহিংসার ছবি উঠে আসছে।ভোটের ফল প্রকাশের পর কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। মাথাভাঙা ২ নং ব্লকে এখনো পর্যন্ত সেরকম ঘটনার খবর না আসলেও ছোট খাটো গন্ডগোল হওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।তাই সাধারণ মানুষকে সচেতন করতে ,এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকার জন্য পেট্রোলিং ও মাইকিং করে প্রচার চালাচ্ছেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

শনিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচার চালালেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।এদিন ফুলবাড়ি বাজার, নবগঞ্জ বাজার, ক্ষেতি বাজার এবং মোরঙ্গা বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন করেন ঘোষণা থানার ওসি দেবাশীষ রায়।এর পাশাপাশি এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন করেন।

ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায় বলেন, কোচবিহার জেলা পুলিশের নির্দেশে ঘোকসাডাঙ্গা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পেট্রোলিং করে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে।যাতে এলাকার সাধারণ মানুষ সচেতন হোন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকেন।তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *