রাজবংশী কামতাপুরি মানষির ভোট বড়ো ফ্যাক্টর!
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,১৯ অক্টোবর: রাজবংশী-কামতাপুরি মানষির ভোট উত্তরবঙ্গত বড়ো ফ্যাক্টর, বোঝা যাবার ধরিচে রাজনৈতিক চর্চাত। বাস্তবে রাজবংশী কামতাপুরি মানষি যেপাকে ভোট দিবে, সেই দলের জয় একেবারে নিশ্চিত। তায় শাসক বিরোধী দল লা ২০২১ সালের ভোটত কাজত নাগের চায় রাজবংশী কামতাপুরি মানষি লাক। এই নাকানে আজি যুব তৃনমূল কংগ্রেসের ডাকত প্রতিবাদ সভা হৈলেক মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের হাজরাহাট ২ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙ্গামোড় এপি স্কুলের মাঠত। এটে থাকি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হৈছে সউক বক্তায়। বিজেপি শাসিত উত্তর প্রদেশের ধর্ষণ কান্ড আর কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার তৃনমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন কয়, বিজেপি শাসিত রাজ্যত বেটিছাওয়া লার কোন সন্মান নাই (প্রসঙ্গ উত্তর প্রদেশের গনধর্ষন) , জাতা কলের মতোন কেন্দ্রীয় কৃষি আইন, যাতে করি কৃষক মানষি লা ভবিষ্যতে খিব সমস্যার মুকত পড়িবে। তারে বাদে আজি প্রতিবাদ সভা। উমরা আরহ কন লোকসভা ভোটের আগত বিজেপি নারায়ণী সেনা দিবে বুলি প্রতিশ্রুতি দেয় বিজেপি কিন্তুক এলাঙ দিবার পাইল না। আসলে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিছে। মিথ্যা কথা কয়া ভোট নিছে বিজেপি। আর তৃনমূল কংগ্রেসের সরকার তপশিলী মানষি লার বাদে জয়বাংলা প্রকল্প করিছে, মনীষী পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয় দিছে আরহ মনীষীর পূর্ণভূমিত দ্বিতীয় ক্যাম্পাস হবে। রাজবংশী কামতাপুরি আত্মসমর্পণ করা কে এল ও আর লিঙ্ক ম্যানলার চাকরি দিছে পশ্চিমবঙ্গ সরকার। উমরা আজি এক পাকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হৈছে আর এক পাকে রাজবংশী কামতাপুরি মানষি লার মন পাওয়ার বাদে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গিলা প্রচার করিলেক। অন্য পাকে বিতা কালি এক নিউজ পোর্টাল লাইভত কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক কয় মাত্র দেড় বছর সাংসদ হবার হৈলেক, তার মধ্যেত গোটা বিশ্বজুড়ে করোনা মহামারি। যেহেতু বাংলার কোন রেজিমেন্ট নাই, তায় হামরা গোটা বাংলাত নারায়ণী রেজিমেন্ট গড়ন করিমো।