রাজবংশী-কামতাপুরী সমাজের মানষিক সচেতনতার বাদে দেওয়াল লিখন গাভূর সংঘের
বিশ্বনাথ সিংহ,করনদিঘী:রাজবংশী গাভূর সংঘের উজ্জোগত দেওয়াল লিখন হইল উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের ভেইল্লা জাগাত।মূলত রাজবংশী-কামতাপুরী সমাজের মানষির বগলাবগলি সৌগ সম্প্রদায়ের সমাজের বাদেঅ এই সামাজিক সচেতনতার দেওয়াল লিখন।জাগা জমিন বেচে বিনা ডিমেনে বেটি/বেটার বেহা বন্ধ করা,নিজের ভাষা সংস্কৃতি,খাইদ্য তলথি ধরা,নিজ বুদ্ধিতে কাম কাজ করা,মনীষী পঞ্চানন বর্মা আরহ বীর চিলা রায়ের জীবনী পাঠ্য বই অত অন্তর্ভূক্ত করার কথাও এই দিনের দেওয়াল লিখনত লেখা হয়।দেওয়াল লিখনের কর্মসূচীত হাজির ছিলে রাজবংশী গাভূর সংঘের মাড়েয়া আরহ পশ্চিমবঙ্গ সরকারের রাজবংশী উন্নয়ন আরহ সংস্কৃতি বোর্ডের সদস্য মানী মোহনলাল সিংহ,ভান্ডাড়ী নারদ চন্দ্র সিংহ,প্রেমলাল সিংহ,বাবলু সিংহ ছাড়াও গাভূর সংঘের কাজুয়া সদস্যগিলা।ভান্ডাড়ী নারদ চন্দ্র সিংহ কহিচে সাত দিন ধরি এই দেওয়াল লিখনের কাম করনদিঘীর এলাকাত চলিবে।নারদ বাবু রাজবংশী-কামতাপুরী সমাজের মানষির সাথে সৌগ সমাজের মানষিক এই বিষয়ে সচেতন থাকিবার আটুশ করিচে।