রাজবংশী গাভুর সংঘের উদ্যোগে রক্তদান শিবির ও খাদ্য সামগ্রী বিতরন
ধর্মেন সিংহ,
উত্তর দিনাজপুর : করোনা ভাইরাসের আতঙ্কে লকডাউনের আবহে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন রাজবংশী গাভুর সংঘ।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে সুধীর সরকার তথা কালিয়াগঞ্জ রাজবংশী গাভুর সংঘের নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করেছে । সহযোগিতা করে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্ক । মোট ২৩ জন রক্ত দিয়েছেন এবং সেই রক্ত রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কেকে জমা হয় । অন্যদিকে করনদিঘী রাজবংশী গাভুর সংঘ করনদিঘী ব্লকের আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার গোড়াদিঘী সাঁওতাল পাড়ায় প্রায় ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করে । উপস্থিত ছিলেন রাজবংশী গাভুর সংঘের সম্পাদক তথা The West Bengal Rajbanshi Development and Cultural board এর মেম্বার মোহনলাল সিংহ, এক্সিকিউটিভ সদস্য প্রভাষ সিংহ, প্রেমলাল সিংহ, শনিরাম সিংহ, নারদ চন্দ্র সিংহ।