রাজবংশী ভাষার বড় স্বীকৃতি গুগলত
রাজবংশী ভাষার জইন্যে বড় স্বীকৃতি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার “রাজবংশী ভাষা” আর “কামতাপুরি ভাষা” নামে একে ভাষার ডবল স্বীকৃতি দিলেও কেন্দ্র সরকারের গাফিলতির জইন্য সংবিধানের অষ্টম তফশিলত এলাও স্বীকৃতি পায় নাই। কিন্তু গুগল এর মতন আধুনিক আরহ আন্তর্জাতিক জায়গাত স্থান পাইল রাজবংশী ভাষা। গুগলত টেক্সট মেসেজ আর ভয়েস সার্চ করা যাবে রাজবংশী মানষির মাওয়ের ভাষাত। গুগলের এই উজ্জোক রাজবংশী সমাজের বিশাল পাওনা। রাজবংশী ভাষা সহ ভারতের ৫৯ টা ভাষাক গুগলের ডিজিটাল প্ল্যাটফর্মত নিয়া আসার জইন্যে কাম জোর কদমে চলেছে বুলি জানাইসেন গুগল ডিপমাইন্ডের পরিচালক মনীশ গুপ্ত। উত্তরবঙ্গ, আসাম, বিহার, নেপাল, বাংলাদেশের কয়েক কোটি মানষির মাওয়ের ভাষা এই “রাজবংশী ভাষা”। ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার মইধ্যে রাজবংশী-কামতাপুরি ভাষার সিনেমা, শর্টফিল্ম, ভিডিও এলবাম, কমেডি, নিউজ চ্যানেল খুব জনপ্রিয় হয়া উঠিসে যা গুগলের চোখুতও পড়ে। এই ভাষার জনপ্রিয়তা উপলব্ধি করিয়া আগে আসিচে গুগল, এইবার গুগলের মতন আন্তর্জাতিক প্ল্যাটফর্মতও মিলিল স্বীকৃতি। এলা দেখার কেন্দ্র সরকার কতদিনে স্বীকৃতি দেয়। বছরের পর বছর রাজবংশী সমাজের মানষিক স্বপ্ন দেখায়া ভোট বৈতরণী পার করেছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। রাজবংশী সমাজের জইন্য কিছু করা নাকি খালি রাজনৈতিক ফায়দা তুলা উদ্দেশ্য সময় তার উত্তর দিবে।