রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা গ্রেটার নেতা বংশী বদন বর্মনের হেনস্থার প্রতিবাদে ধিক্কার মিছিল
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা গ্রেটার নেতা বংশীবদন বর্মনের হেনস্থার প্রতিবাদে বুধবার বিশাল প্রতিবাদ মিছিলে উত্তাল হয়ে উঠল রাজার শহর কোচবিহার। উল্লেখ্য ভাষার নাম নিয়ে মতপার্থক্যের জেরে গ্রেটার কোচবিহার নেতা বংশী বদন বর্মনকে ময়নাগুড়িতে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে কামতাপুর ঐক্য মঞ্চের সদস্যরা। ভাষার নাম কি হবে কামতাপুরী না রাজবংশী ? এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে চলছিল বিতর্ক। একই ভাষার জন্য সরকারি উদ্যোগে দুই নামে দুটি ভাষা একাডেমীও তৈরি করা হয়েছে। জলপাইগুড়িতে করা হয়েছে কামতাপুরী ভাষা একাডেমী ও কোচবিহারে তৈরি করা হয়েছে রাজবংশী ভাষা একাডেমি। আর এই নিয়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে কামতাপুর ঐক্য মঞ্চের সদস্যদের মধ্যে।
কামতাপুর পিপলস পার্টির সমর্থকরা চেয়েছেন ভাষার নাম হোক কামতাপুরী। আবার অন্যদিকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ও গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা চান ভাষার নাম হোক রাজবংশী। এই বিতর্কের মধ্যেই গত শনিবার ময়নাগুড়ির আমগুড়ি এলাকার বসুনিয়া বাড়ির পুজোয় ‘উজানিয়া’ পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গ্রেটার নেতা বংশী বদন বর্মন। সেই খবর পেয়ে কামতাপুর ঐক্য মঞ্চের সদস্যরা ময়নাগুড়ি রেলগেটের কাছে তাঁর গাড়ি আটক করে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। শেষপর্যন্ত একসময় ফিরে যেতে বাধ্য হন রাজবংশী সম্প্রদায়ের বিশিষ্ট নেতা তথা রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন। এই ঘটনার প্রতিবাদেই বুধবার কোচবিহার শহরের রাজপথে ধিক্কার মিছিল বের করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী-সমর্থকরা। এদিনের মিছিলে সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক হাজির ছিলেন। যার ফলে কিছুক্ষণের জন্য শহরের বিভিন্ন রাস্তাঘাট অচল হয়ে পড়ে। এদিনের মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।