রাজবংশী সমাজের উন্নয়নের কান্ডারী মনিষী পঞ্চানন বর্মার জনমদিনত সরকারি ছুটি’র কাথা ঘোষণা করিলেন মুখ্যমন্ত্রী

নিউজডেস্কঃ রাজবংশী সমাজের উন্নয়নের কান্ডারী মনীষী রায়সাহেব পঞ্চানন বর্মার জনমদিনত সরকারি ছুটি’র কাথা ঘোষণা করিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বাকুড়া’র রবীন্দ্রভবনত এক প্রশাসনিক বৈঠকত এই কাথা ঘোষণা করিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরী করার পাশাপাশি রাজবংশী সমাজের উন্নয়নের কান্ডারীক সম্মান জানাবার তানে এই ঘোষণা করার ইচ্ছা ছিল বুলি জানাইসেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণাত খুশী কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি’র সুপ্রিমো আরহ কামতাপুরি ভাষা একাডেমির ভাইস চেয়ারম্যান অতুল রায়। অতুলবাবু কন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজবংশী-কামতাপুরি সমাজের উন্নয়নের তানে একটার পর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়া যাছেন, এইতানে অমাক ধন্যবাদ জানাই। পাশাপাশি কামতাপুরি ভাষাত পঠন-পাঠন এর কামও খুব তাড়াতাড়ি শুরু করা হবে বুলি অমা আশা প্রকাশ করেন। উল্লেখ্য প্রায় এক মাস আগত ছুটি ঘোষণার বিষয়টা হামার চ্যানেলের প্রতিনিধিক ফোন করি জানান অতুলবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *