রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান, পাইলট সহ মৃ ত ২

রাজস্থানের চুরু জেলা ভাণুদা গ্রাম : ৯ জুলাই ২০২৫

ভারতের রাজস্থানে দুর্ঘটনার কবলে বায়ুসেনার জাগুয়ার বিমান। বুধবার (৯ জুলাই ) দুপুর ১২ টা ৪০ মিনিটে প্রশিক্ষণ এর সময় রাজস্থানের চুরু জেলার ভাণুদা গ্রামে ভেঙে পড়ল বোমারু যুদ্ধবিমান জাগুয়ার। দুর্ঘটনার জেরে পাইলট সহ মোট ২ জনের মৃ ত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে গত ৩ মাসে ২টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে। জানা যায়, এই দুর্ঘটনা ঘটে চুরু জেলার রত্মাগড় শহর এলাকায়। গ্রামবাসীদের তরফে জানা যায়, হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কি ঘটেছে প্রথমে বোঝা না গেলেও কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ এবং দাউ দাউ করে জ্বলছে আগুন। বিষয়টি নজরে আসতেই প্রাথমিক উদ্ধার কাজে নামেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকলবাহিনী। স্থানীয় পুলিশ আধিকারিক জানায়, দুর্ঘটনার পর বিমানটি থেকে ২ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় বায়ূসেনা দুর্ঘটনাস্থলটি ঘীরে রেখেছেন এবং দুর্ঘটনার কারণ জানার জন্য CODE OF ENQUARY শুরু করে দিয়েছেন একই সাথে দুই পারিবারকে সমবেদনা জ্ঞাপন এবং দু:খ প্রকাশ করেছে I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *