রাজ্যের ত্রাণ তহবিলে একদিনের সাম্মানিক দান করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তৈরি রিলিফ ফাণ্ডে কোচবিহার-২ ব্লকের সমস্ত অঙ্গনওয়ারী কর্মী এবং সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সিডিপিও তাঁদের একদিনের বেতন তুলে দিলেন।
আজ কোচবিহার সদরের মহকুমাশাসক সঞ্জয় পালের হাতে তারা মোট ১ লক্ষ ২৩ হাজার ২৬০ টাকার চেক তুলে দিলেন।
কোচবিহার-২ ব্লকের আইসিডিএসের সিডিপিও বিদুর চন্দ্র রায় জানান ব্লকের সমস্ত অঙ্গনওয়ারী কর্মীরা তাদের এক দিনের সাম্মানিক স্বেচ্ছায় রাজ্যের মুখ্যমন্ত্রীর রিলিফ ফাণ্ডে দান করলেন। তাঁদের এই মহৎ দানের জন্য সাধুবাদ জানিয়েছেন সকলেই।