রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, 16 অক্টোবর: 6 বিধানসভায় উপনির্বাচন, 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন। রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য দ্রুত আসতে পারে কেন্দ্রীয় বাহিনী ৷ ধাপে ধাপে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনতে চায় নির্বাচন কমিশন। লোকসভা বা বিধানসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে সাধারণত কেন্দ্রীয় বাহিনী থাকে। অতীতে আদালতের নির্দেশে বাংলায় পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনেও এসেছে কেন্দ্রীয় বাহিনী। এবার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। তার পাশাপাশি কয়েকটি লোকসভা এবং বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। সেই তালিকায় রয়েছে বাংলাও। বাংলার ছ’টি আসনে আগামী মাসেই হবে উপনির্বাচন। আর সেই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *