রাজ্যে ষষ্ঠ স্থান দখল করে নজর কাড়লো হলদিবাড়ির ভানু

অপু দেবনাথ , হলদিবাড়ি

দারিদ্রতাকে হার মানিয়ে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান দখল করলেন ভানু । খুব কম বয়সে ‘মা’ গত হয়েছেন । বাবা পেশায় রাজ মিস্ত্রি । অভাবের সংসার , রাজমিস্ত্রির ছেলেই এবার রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯৮% শতাংশ নম্বর পেয়ে যুগ্ম ভাবে ষষ্ঠ স্থান দখল করলো । কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ আব্দুল কাদের সরকার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ভানু রবি দাস । তার প্রাপ্ত নম্বর (৪৯৩) শুক্রবার বেলা ১১ টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের পক্ষ থেকে রাজ্যের এ বৎসরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় । শিক্ষা সাংদের পক্ষ থেকে ভানুর নাম ঘোষণা হতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে গোটা হলদিবাড়িতে। ভানু বাংলায় ৯৭ , ইংরেজিতে ১০০ , ভূগোলে ৯৯ , ইতিহাসে ৯৮ , অর্থবিদ্যায় ৯৯ এবং অপশনাল রাষ্ট্রবিজ্ঞান ৯৪ পেয়েছে । মেধাবী ভানুর এই ফলাফলে খুশি তার বিদ্যালয়ের শিক্ষকরা । ভানু ভূগোলে অনার্স নিয়ে পড়তে চায় । ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পদে কাজ করার ইচ্ছে তার । সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সে । তবে ভানু ছোটবেলা থেকেই পড়াশুনায় মনোযোগী ছিলেন । পড়াশুনার পাশাপাশি খেলাধুলাতেও বেশ পারদর্শী সে । ভানুর এই রেজাল্টে খুশি তার প্রতিবেশীরাও । সকলেই ভানুর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *