রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেও জোটেনি শিল্পী ভাতা
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: সোমবার কোচবিহার জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরে শিল্পী ভাতা পাওয়ার দাবিতে লিখিত আবেদন করলেন মাথাভাঙ্গা মহকুমার পশ্চিম শীতলকুচির বাসিন্দা তথা ভাওয়াইয়া শিল্পী পিংকি বর্মন। জানা গেছে, তিনি গত ২০১৯ সালে রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। কিন্তু এযাবৎ কোন রকম শিল্পী ভাতা পায়নি বলে অভিযোগ। তাই এদিন সংশ্লিষ্ট দপ্তরে ভাতার জন্য লিখিত আবেদন করেন। উত্তরবঙ্গ কেন্দ্রীয় ভাওয়াইয়া সঙ্গীত পর্ষদের কর্ণধর পুষ্পেন ডাকুয়া জানান, বেতার এ গ্রেড শিল্পী তথা মাথাভাঙ্গা বাসিন্দা গীতা রায় বর্মণ, ফুলবাড়ী এলাকার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের ছাত্রী তথা পর্ষদের (মুকুট মনি পাস) ছাত্রী সপ্তমী পন্ডিত সহ অনেকেই শিল্পী ভাতা পায় না। প্রকৃত শিল্পীদের শিল্পী ভাতা দেওয়ার বিষয়ে পর্ষদের পক্ষ থেকে আবেদন করব।