রাজ্য সড়ক দুর্ঘটনায় মৃত দুই
বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা:-
মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়কে সাতসকালে একটি পিকআপ ভ্যান উল্টে গিয়ে ঘটনাস্থানে মৃত্যু হল দু’জনের।দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়ক এর ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ৫ নম্বর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঠের গুঁড়ি বোঝাই একটি পিকআপ ভ্যান রাজ্য সড়ক ধরে মাথাভাঙ্গা উদ্যেশে যাচ্ছিল। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা পাশে একটি গাছে ধাক্কা মেরে উলটে যায়,এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও মাথাভাঙ্গার দমকলবাহিনী।
পুলিশ সূত্রে জানাযায় মৃত নিখিল মল্লিক(২৮) ও পালুউশ ওরাও(২৮) দুজনেই পার্শ্ববর্তী জেলা আলিপুরদুর্যার বাসিন্দা। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ওপর দিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে,গোটা ঘটনার তদন্তে পুলিশ।