রাত পোহালেই পরীক্ষা,তার আগের দিন পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ছাত্রী
অসুস্থ ছাত্রীর নাম রিংকি রায়। সে ধূপগুড়ি গালর্স স্কুলের ছাত্রী।
জানা গেছে, ধূপগুড়ি ২ নং ব্রিজ সংলগ্ন এলাকায় গৃহশিক্ষক নকুল দাসের কাছে সকালে পড়তে আসেন একাদশ শ্রেণীর চারজন ছাত্রী। পড়ানো শেষ করার পর অন্যত্র পড়াতে কোচিং থেকে বেড়িয়ে যান গৃহশিক্ষক নকুল দাস। কিন্তু সেসময় মাথা ঘুরে পড়ে যায় রিংকি। এরপর কোচিংয়ে থাকা অপর শিক্ষক নকুল বাবুকে ফোন করেন। এরপর অসুস্থ ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে। বর্তমানে হাসপাতালেই অবস্থায় রয়েছে সেই ছাত্রী।
তবে কি কারণে অসুস্থ হয়ে পড়েছে সেই ছাত্রী তা এখনও স্পষ্ট নয়। যদিও এর আগে এরকম কখনো হয়নি বলে জানা গেছে। তবে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি ও গরমের দাপট এবং সেইসাথে রাত পোহালেই পরীক্ষা। যে কারণে টেনশনে অসুস্থ হয়ে পড়েছে সেই ছাত্রী এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে।