রানীর দিঘীতে তৃনমূল কংগ্রেসের মিছিল
বিজয় বর্মন,শীতলখুচী: ঘন বৃষ্টিকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী তথা কয়লা খনিকে বেসরকারীকরণের বিরুদ্ধে শীতলখুচি ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাতা মাথায় নিয়ে মিছিল করলেন। এদিন বেলা দশটার সময় তৃণমূল কংগ্রেসের বিধানসভা কমিটির সদস্য মাননীয় পুণ্য গোবিন্দ সিংহের নেতৃত্বে শীতলখুচী রানীরদীঘি গ্রামে দীর্ঘ মিছিল সহ অবস্থান বিক্ষোভ করে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমগ্র রাজ্যব্যাপী কেন্দ্রীয় সরকারের বিরোধী যেসব কর্মসূচি গ্রহণ করেছেন তা সাফল্যমন্ডিত গড়ে তুলতে প্রত্যেক বিধানসভা কমিটিকে গ্রামে গ্রামে ও পাড়ায় পাড়ায় কার্যকর করতে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে তা পালন করছেন।এসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে শীতলখুচী ব্লকে যেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক দামামা বেজে ওঠার লক্ষণ পরিলক্ষিত হয়। বিধানসভা কমিটির সদস্য পূর্ণ গোবিন্দ সিংহের বক্তব্য জনদরদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গরিব ও সর্বহারা শ্রেণী ও সাধারন মানুষদের মঙ্গলার্থে নানা কর্মসূচি গ্রহণ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির হাত থেকে সমগ্র দেশবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষিত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান।