রামপুরহাট কাণ্ডে ফুলবাড়িতে মিছিল বিজেপির
সৌমিত্র বর্মন,ফুলবাড়ি : রামপুরহাট কাণ্ডে ফুলবাড়িতে প্রতিবাদ মিছিল করল বিজেপি।বিজেপির জেট পি ৫ নং মন্ডল কমিটির পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি বাজারের প্রতিবাদ মিছিল করা হয়।এদিন ফুলবাড়ি বাজার বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করা হয় এবং সমগ্র বাজার পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করা হয়।বিজেপির তরফে জানানো হয়েছে,বীরভূম জেলার রামপুরহাটে ২ শিশু সহ ১০ জন সাধারণ মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে।তারই প্রতিবাদ জানিয়ে এদিন মিছিল করা হয়।মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেট পি ৫ নং মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন, সম্পাদক রমেন বর্মন প্রমুখ।