রায়গঞ্জে মাদক বিরোধী সচেতনতায় পথ নাটিকা

বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ: “শিলিগুড়ি সেরিনিটি ফাউন্ডেশন” এর নেশা মুক্তি কেন্দ্র নিবেদিত “মুক্তির পথ রায়গঞ্জ” নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মাদক বিরোধী সচেতনতার পথ নাটিকা মুক্তির পথ অনুষ্ঠিত হল রায়গঞ্জে।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পানিশালা,দূর্গাপুর,রায়গঞ্জ রেলস্টেশন ও রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল রাত্রে সংস্থার সম্পাদক শামীম আক্তারের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়।দিন দিন যেভাবে আজকের যুব সমাজ নেশার ঘোরে চলে যাচ্ছে,সেই নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাতেই এই উদ্যোগ বোলে উদ্যোগতারা জানান।নাট্যানুষ্টানে উপস্থিত ছিলেন মুক্তির পথ রায়গঞ্জ সংস্থার সভাপতি প্রণব দেবনাথ,সম্পাদক শামীম আক্তার,শিলিগুড়ি সেরিনিটি ফাউন্ডেশন এর নেশা মুক্তির কর্ণধার কৌশিক মিত্র,রায়গঞ্জ অগ্রগামীর সম্পাদক মিনহাজ আহমেদ,উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সম্পাদক সুব্রত সরকার,রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ অনেকে।মুক্তির পথ রায়গঞ্জ সংস্থার সম্পাদক শামীম আক্তার বলেন দিন দিন যুব সমাজ নেশার মায়া জালে ফেঁসে যাচ্ছে।তারা এই মায়া জাল থেকে বেরোতে চাইলেও হয়তো সঠিক উপায় না জানার কারনে হতাশায় ভুগছেন। তাই পথ নাটিকার মাধ্যমে সঠিক মুক্তির পথ দেখানোর ও নেশামুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *