রায়গঞ্জে মুকুট পরালেন সূনৃত সিংহ

নিজ খবরিয়া, রায়গঞ্জ: রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের ছাত্র সূনৃত সিংহ ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে। এছাড়াও জেলার অন্যান্য স্কুলের ফলাফলও যথেষ্ট ভালো। রায়গঞ্জ গার্লস স্কুলের রাজশ্রী সিনহা পেয়েছে 675, ইসলামপুর বয়েজ স্কুল জ্যোতিষ্ক চৌধুরী 661
ইসলামপুর গার্লস স্কুলের অঙ্কিতা বিশ্বাস পেয়েছে 672।
ইসলামপুর খুদিরাম পল্লী হাইস্কুলের শ্রেয়া মিত্র পেয়েছে 649।

রায়গঞ্জের অন্যান্য স্কুলের ফলাফলও যথেষ্ট ভালো হয়েছে বলে জানা গেছে। রায়গঞ্জ
পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ের দেবাদৃতা রায় পেয়েছে 672। দেবীনগর কৈলাশ চন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠের ছাত্র কল্যাণ দাসের প্রাপ্ত নম্বর
679।
কর্ণজোড়া হাইস্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে মেহেবুব আলী। তার প্রাপ্ত নম্বর681।
চোপড়া গার্লস তনু রায় 583 ইটাহার ইটাহার বয়েজ প্রাপ্ত সর্বাধিক নম্বর 653
ইটাহার গার্লসের 661

কালিয়াগঞ্জ
পার্বতী সুন্দরী স্কুলের সৌগত সরকার 670
সরলা সুন্দরীর প্রাণ গোপাল 653
ইটাহার বয়েজ স্কুলের ইফতেকার নাহিদ হাসান 653
ইটাহার গার্লসের আফসানা আজাদ 661

সব মিলিয়ে রায়গঞ্জ শহরের স্কুল গুলির সাথে সাথেই সারা জেলার এবছরের মাধ্যমিকের ফলাফল যথেষ্ট ভালো হয়েছে বলেই জানা গেছে।

মেধাবীর মুখে খুশির হাওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *