রাস্তার কাজ শুরু করার দাবি DYFI এর
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: বিবাদী সরনি হয়ে শিবরাম পল্লী মেইন রাস্তা দির্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ শিবরাম পল্লী রাস্তা সাথে আমতলা,ইস্টার্ন বাইপাস সংযোগকারী। প্রতিনিয়ত এই বেহাল রাস্তা দিয়েই সাধারন মানুষকে প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। SJDA / রাজ্য সরকারের কোন হেলদোল নেই। যাতায়াত করতে গিয়ে গাড়ির চাকায় পাথর ছিটকে সাধারন মানুষের গায়ে লাগছে, দোকানের মধ্যেও ঢুকে যাচ্ছে।দীর্ঘদিনের সমস্যা। তাই DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটি শিবরাম পল্লী মেইন রাস্তার কাজ শুরু করার দাবীতে আজ(১২-১০-২০তারিখ) সকাল ১০টা থেকে ১২টা পযর্ন্ত শিবরাম পল্লী মোড় থেকে মিছিল শুরু করে হায়দরপাড়া মোড়ে এসে বিক্ষোভ কর্মসূচী হয়। অবিলম্বে গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু করতে হবে, না হলে আগামী দিনে এলাকার জনগনকে সঙ্গে নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। এই আন্দোলনে উপস্থিত ছিলেন DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা যুবনেতা নন্দন ভট্টাচার্য, অভিজিৎ দে,শঙ্কর সাহা,যীশুরানা দে এবং ছাত্রনেতা গোপাল পাল সহ অন্যান্য নেতৃত্ব।