রাস্তা তৈরীর মালপত্র চুরি যাওয়ার অভিযোগে চাঞ্চল্য
বিজয় বর্মন,শীতলকুচি:রাস্তা তৈরির মালপত্র তথা সরঞ্জাম চুরি যাওয়ার অভিযোগ করলেন এক কন্ডাক্টর শীতলকুচি পুলিশ প্রশাসনে
জানা যায় কন্ডাকটর সাইফুল ইসলাম তিনি রাস্তা তৈরির কাজ পান শীতলখুচি ব্লকের পাঠানটুলি এলাকায় ,110 মিটার রাস্তা ঢালাই করার কন্ত্রাক্ট নিয়েছিলেন এবং সেই কাজের জন্য তিনি বিভিন্ন মালপত্র যেমন ইট, বালি ,পাথর ও সিমেন্ট ফেলেন সেই স্থানে কিন্তু দুদিন পর লেবার মিস্ত্রী নিয়ে গেলে দেখেন সব মালপত্র চুরি হয়ে গেছে,
এই বিষয়ে তিনি আজ লিখিত অভিযোগ দায়ের করেন শীতলকুচি থানায়
তিনি জানান দুই হাজার ইট ,3 গাড়ি বালি , 3 গাড়ি পাথর ও 40 প্যাকেট সিমেন্ট চুরি হয়ে যায়,
এই বিষয়ে তিনি ওই এলাকার মোশারফ মিয়া, মুস্তাফা মিয়া ও হযরত মিয়ার নামে অভিযোগ দায়ের করেন,
এই বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য আজিজার রহমান কে ফোন করলে তিনি বলেন যে ওনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো তার কোন মালপত্র চুরি যায়নি এবং তিনি রাস্তা কাজটি করেন নি।