রাস পূজা হলেও, মেলা হওয়া নিয়ে দুশ্চিন্তায় কুশিয়ার বাড়ি সমাজসেবক বুলেট একাদশ
বিদ্যুৎ কান্তি বর্মন ও পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা:- চিরাচরিত রীতি মেনে প্রতিবছর কোচবিহার রাসমেলার ১৫দিন পরে অনুষ্ঠিত হয় মাথাভাঙা দুই নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুশিয়ার বাড়ি সমাজসেবক বুলেট একাদশ পরিচালিত ঐতিহ্যবাহী রাস মেলা। তবে এবছর করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রবিবার বুলেট একাদশের পরিচালিত ১৯তম রাস পুজো অনুষ্ঠিত হলেও মেলা হওয়া নিয়ে দুশ্চিন্তায় পুজো ও মেলা কমিটির উদ্যোক্তারা। প্রতি বছরের মতো এবছর রাস পূর্ণিমা উপলক্ষে ১৯তম রস পুজো অনুষ্ঠিত হয় কুশিয়ার বাড়ি হলেশ্বর হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। তবে বিগত বছরগুলিতে যে ভিড় দেখা যেতো, এবছর ভিড় না থাকলেও পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা দেখতে আসা দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হয় বলে জানা গেছে। রাসমেলা পরিচালিত সমাজসেবক বুলেট একাদশের সম্পাদক দীপঙ্কর বর্মন জানান, এবার করোনা পরিস্থিতির কারণে কোচবিহার জেলা প্রশাসনের নির্দেশে কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলা অনুষ্ঠিত হলেও কুশিয়ারবারি রাসমেলা আয়োজন করি নিয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। সরকারি বিধি নিষেধ এবং নির্দেশিকা পেলেই সরকারি নিয়ম অনুসারে মেলা অনুষ্ঠিত হতে পারে কিছুদিনের মধ্যে।