রায়গঞ্জ’ত ঘাটার পশুলাক খাবার খিলাইল সংকল্প

বিশ্বনাথ সিংহ, রায়গঞ্জ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঘাটার পশুলাক ফল,কাচা শাকশব্জী আরহ রুটি খাওয়াইল সংকল্প নামে একটা স্বেচ্ছাসেবীর সংস্থার সদস‍্যলা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কর্ণজোড়া থাকি জেলখানা মোড় অব্দি ৫০টার মতন ঘাটার গরুক খাবার খিলানো হয় এইদিনা।আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ ছিলে যশের কারনে উত্তর দিনাজপুর জেলাত ঝড়িপানি হবা পারে।সেইমতে জেলার পশুপ্রেমী সংস্থালা আগেভাগে কহা দিছে যাতে কোনো পশুপাখি কারো ঘরত যায়া আশ্রয় নিলে অমাক ভাগায় না দেন।

এক পাখে যশের পূর্বাভাষ অইন‍্য পাখে করোনা সংক্রমন রোধে লকডাউনত হোটোল সুদে সব খাবার দোকান বন্ধ থাকাতে শহরের গরুগিলার কাথা চিন্তা করে বৌদ্ধ পূর্নিমার দিনত ভাটিবেলা থাকি সইন্ধ‍্যা অবধি সংস্থার অর্ক রায়, সোমা দত্ত, শুভম সরকার, প্রবাল সাহা, গৌরব জ‍্যোতিষরা ফল, কাচা শাকশব্জী আরহ রুটি নিয়া পশুলার সেবা করে।

সংস্থার পক্ষ থাকি সোমা দত্ত জানায় অমার এইনাখান কর্মসূচী আইসা দিনত আরহ চলিবে।পশুলার বাদে সংস্থার তরফে এইনাখান কর্মসূচী দেখেি পশুপ্রেমী সংস্থা আরহ সাধারন মানষি সাধুবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *