রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উজ্জোগত রক্তদান শিবির

ধর্মেন সিংহ,রায়গঞ্জ,২৫ মে: করোনা ভাইরাসের সংক্রমন কমিবার বাদে গোটা দেশের সাথে রাইজ‍্যত চলেচে লকডাউন।তারবাদে জেলার বেশীরভাগ মানষি ঘরবন্দী হয়া পড়িচে।এই অবস্থাত রায়গঞ্জ ব্লাড ব‍্যাঙ্কত দেখা দিছে খুবে রক্তের আকাল।রক্তের সমস‍্যাত পরেচে মেলা থ‍্যালাসেমিয়া রুগি আরহ গর্ভবতী মাও।আর এই রক্তের আকাল মিটিবার বাদে আগেয়া আসিল “রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতি”।আজি সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লাড ব‍্যাঙ্কত করোনা ভয় অক দূর করেয়া পঞ্চানন বর্মা সেবা সমিতির রায়গঞ্জ ব্লকের ১০ নং মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের টেনহরির সদস‍্যের উজ্জোগত স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব‍্যবস্থা করিল।আজিকার কর্মসূচীত হাজির ছিলে রায়গঞ্জ পঞ্চানন সেবা সমিতির মাড়েয়া শ‍্যামাপদ রায়,ঢোকা মাড়েয়া বিন্দুবিকাশ বর্মন,পবিত্র কুমার বর্মন আরহ রক্ত দূয়া মানষিগিলা। আজিকার রক্তদান শিবিরত মুর্মূহ রুগি,থ‍্যালাসেমিয়া রুগি আরহ গর্ভবতী মাওয়ের জীবন বাচেবার বাদে ২১ ঝন দরদী মানষি আগেয়া আসে রক্তদান করিল।লকডাউনের দিনত করোনার ডর ভয় দূর করে আগেয়া আসে রক্তদান করিবার বাদে সৌগ রক্ত দূয়া মানষিলাক সমিতির পইখ‍্য থাকি শ‍্যামাপদ বাবু ধইন‍্যবাদ জানাইচে।রক্তদানের মতন লকডাউনের দিনত গরিব-বোনিহার মানষিগিলার সেবাত সৌগ সময় রায়গঞ্চ পঞ্চানন সেবা সমিতি যুক্ত থাকিবার কাথাঅ শ‍্যামাপদ বাবু জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *