রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের বেড থেকে নিখোঁজ বছর ২২ এর যুবতী
উত্তর দিনাজপুরঃ হাসপাতালের বেড থেকে রুগী উধাও। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। অশোক পল্লীর বাসিন্দা ঝুমা সাহাকে গতকাল রাতে জ্বর ও বমির উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি করেন তাা পরিজনেরা। ঐ যুবতীর মা শিপ্রা সাহা অভিযোগ করেন যে, তার মেয়ে ঝুমা সাহা(২২)কে গতকাল রাতে জ্বর, বমির কারনে রায়গঞ্জ হাসপাতালে সাড়ে দশটা নাগাদ ভর্তি করেন। এবং সে রাতে মেয়ের জন্য তিনি হাসপাতালে থেকে যান। আজ সকালে বাড়ি থেকে ফিরে এসে শিপ্রা সাহা দেখেন তার মেয়ে হাসপাতালের বেডে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালে সুপারের সাথে কথা বলতে চাইলে সুপার এ বিষয়ে কিছু বলতে পারেননি। হাসপাতালের বেড থেকে যুবতীর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতালে চত্তরে ।