রিচার্জ মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

মোবাইল রিচার্জ ও ডেটা প‍্যাকের অত্যধিক বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারি সংস্থা বিএসএনএল কে বিক্রির চক্রান্ত রুখতে বুধবার হলদিবাড়ি বিএসএনএল অফিসে তিন দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় মোবাইল কনজুমার ফোরাম এর পক্ষ থেকে । বিজ্ঞানের অগ্রগতিতে যে ভাবে মোবাইল ব‍্যবহার বেড়েছে এই সুযোগে এয়ারটেল, ভোডাফোন, জিও বিভিন্ন বেসরকারী সংস্থা তারা প্রথমে সস্তায় রিচার্জ ও ডেটা প‍্যাক দিয়ে মোবাইল ব‍্যবহারের চাহিদা বাড়িয়েছে । এর পর রিচার্জ না থাকলে আউটগোয়িং ও ইনকামিং তুলে দিচ্ছে । এই দিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের ব্লক কনভেনর অভিক ভট্টাচার্য , রঞ্জিত কুমার রায় , সাদ্দাম হক , তপন কুমার রায় সহ অন্যান্যরা । অভিক ভট্টাচার্য বলেন, আধার কার্ড, ব্যাঙ্কের বই, রেশন সবক্ষেত্রেই আজ মোবাইল প্রয়োজনীয়। আর প্রতিটি মোবাইলে ন্যূনতম খরচ দাঁড়িয়েছে মাসে ১০০ টাকা। যার মধ্য দিয়ে গরিবের পকেট থেকে টাকা কেটে বড় মালিকদের পকেটে ঢোকানো হচ্ছে। তাই আমরা দাবি করেছি সরকারি সংস্থা বিএসএনএল কে পুনরুজ্জীবিত করে উন্নত পরিষেবার ব্যবস্থা করতে হবে।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *