রুপান্তরকামীর (ট্রান্সজেন্ডার) সঙ্গে বিয়া ঘিরি জমজমাট চাপরের পার এলাকা
দেবাশীষ রায়, আলিপুরদুয়ার, ২৪ মার্চঃ বুধবার সিনেমার দৃশ্যর মতো এক অভিজ্ঞতার সাক্ষী থাকিল আলিপুরদুয়ার জেলার চাপরের পার এলাকার মানষিলা। আর পাঁচটা বিয়ার মতোই সমস্ত নিয়ম নীতি মানিয়া বিয়ার আসরত বসিল রাজু আর জয়া। এমনিতে তো অনেক বিয়াই হয়। কিন্তু ইমার দুজনের বিয়া একাবারে আলাদা। রাজু রায়ের বাড়ি আলিপুরদুয়ার জেলার চাপরের পার এলাকাত আর জয়া রায়ের বাড়ি কোচবিহার জেলার জামালদহ তে। দুজনে রাজবংশী সম্প্রদায়ের। ৬ বছরের প্রেম ইতিমধ্যেই রাজু এক নজরকাড়া দৃষ্টান্ত থাপন করিল রুপান্তরকামী জয়া রায়ক বিয়া করি । বিয়া উপলক্ষে বন্ধু বান্ধব থাকি শুরু করি স্থানীয় জন প্রতিনিধি গিলাও এদিন হাজির আছিল। পাএ-পাত্রীর মঙ্গলের বাদে রীতি মানিয়া এদিন মনসা পূজাও হয় রাজুর বাড়িত। বেনারসি লাল শাড়ী পিন্দিয়া সাজিছে জয়া, হাতত মেহেন্দির নকশা। আর রাজু পিন্দিসে তসর রং এর পাঞ্জাবী। বিয়ার মন্ডোপ থাকি শুরু করি আলোকসজ্জা সব ব্যাবস্থা করে রাজুর পরিবার। চার হাত এক করি উমার স্বপ্ন পূরন করিল এদিন। উমাক আশীৰ্বাদ করির বাদে ভেল্লা সাগাই হাজির আছিল এদিন বিয়া বাড়িত। সগারে মুখত খালি উমার প্রেমের গল্প। কেপিপির আলিপুরদুয়ার ২ নং ব্লকের গড়েঞা মানিক কুমার রায় জানায় সমাজের অগ্রগতি হচে। রাজু ওই রুপান্তরকামীক বিয়া করিয়া জীবনসঙ্গী হিসাবে পাইল এইটা ভাল দিক। উমা সুখে থাকিলে একটা উদাহরণ হয়া থাকিবে।