রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ বনবস্তিবাসীর

বিনয় নার্জিনারী, আলিপুরদুয়ার: বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে চিলাপাতা আন্দু বস্তি মহাসভার বনবাসীরা মিলে চিলাপাতা রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো। বন সহায়ক কর্মীদের নিয়োগের পর থেকেই বনকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলার বিভিন্ন রেঞ্জ কার্যালয়ে বনবাসীরা ব্যাপক আন্দোলন শুরু করেছেন। সোমবার সাড়ে এগারোটার দিকে স্থানীয় চিলাপাতা রেঞ্জ অফিসে বিক্ষোভ ও স্লোগান দেয় বিক্ষোভকারীরা তার পরেই রেঞ্জ অফিস বন্ধ হয়ে যায় এবং রেঞ্জ অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। অগ্রাধিকার ভিত্তিতে বনবাসীদের বন সহায়ক হিসাবে নিয়োগের দাবি করা হয়। বন সহায়কের নিযুক্তির মধ্যে বেশির ভাগই শহর ও বাইরের এবং তাদের বেশিরভাগই বন কর্মকর্তা ও কর্মচারীদের নিকটাত্মীয় এবং সহযোগী। বন-সহায়ক পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৬০ জন ব্যক্তির মধ্যে বন অঞ্চল ও বন সংলগ্ন এলাকা থেকে মাত্র কয়েক জন লোক নিয়োগের সুযোগ পেয়েছেন বলেও অভিযোগ করা হচ্ছে বারে বারে। বন সহায়কদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে বনবাসীদের প্রথম অগ্রাধিকার দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বুড়ো আঙুল দেখিয়ে বন দপ্তরের কতিপয় আধিকারিক ও নেতাদের ইশারায় এই বেআইনি কাজ হয়েছে বলে অভিযোগ বন বস্তিবাসীদের। বিক্ষোভ কারীরা হুমকি দিয়েছেন যে বন সহায়কদের নতুন নিয়োগে তৎক্ষণাত দুর্নীতির তদন্ত এবং নিয়োগ বাতিল সহ আলোচনা বৈঠক না করা হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে বিভাগীয় অফিস সহ বিকাশ ভবন কলকাতাতেও যাওয়ার পরিকল্পনার কথা জানান আর.ডি.সি. রাজ্য সভাপতি বিজনাথ রাভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *