রেশন কুপন বিতরণ চা বাগানে
শর্মীলা কুমারী, নকশালবাড়ি: সোমবার নকশালবাড়ী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নকশালবাড়ী ব্লকের আজমবাদ ও সাতভাইয়া ডিভিশন চা বাগানে রেশন কুপন বিতরণ করা হয়।এদিন আজমবাদ চা বাগানে ৪২ টি এবং সাতভাইয়া ডিভিশনে ৩৭টি কুপন তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন নকশালবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সরোজ কিরণ টপ্পো, বিডিও বাপি ধর, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমর সিনহা।