রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহারে
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল কোচবিহারের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে। আজ সকালে ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার চকচকাতে। জানা গেছে, চকচকা এলাকায় নিরঞ্জন আচার্যী নামে এক ব্যক্তির বাড়িতেই একটি ক্লিনিক রয়েছে। ওই ক্লিনিকে দীর্ঘদিন ধরেই অনেক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য যায়। আজ সকালে পূর্ব খাগড়াবাড়ি এলাকার রিঙ্কু বর্মন (২৪) নামে এক যুবককে জ্বরের চিকিৎসার জন্য ওই ক্লিনিকে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে রোগীকে ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এর পরেই রোগীর প্রতিবেশী এবং আত্মীয় পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ওই ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। মৃতের বাবা দিলীপ বর্মন জানান দু-তিন দিন ধরে ছেলের জ্বর। তাই আজ সকালে ওই ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাই। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে ছেলেকে দুটি ইনজেকশন দেয়। এরপর সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে বাড়ি নিয়ে যেতে বলে। সেই মত আমি ছেলেকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছেলের মৃত্যু হয়েছে। ভুল ইনজেকশন দেয়ার কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে বলে তার অভিযোগ। এরপর মৃতদেহ নিয়ে সেই ক্লিনিকে যান কি ইনজেকশন করা হয়েছে তা জানার জন্য। কর্তৃপক্ষ আমাদের ওপর আক্রমণ চালায়।
সংশ্লিষ্ট ক্লিনিকের চিকিৎসক নিরঞ্জন আচার্যীর দাদা নয়ন আচার্জী জানান আজ সকালে এক রোগীকে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবারের লোকজন। ক্লিনিকে চিকিৎসার পর বাড়িতে নিয়ে যাওয়ার দেড় ঘন্টা পরে কয়েকজন এসে আচমকা ক্লিনিকে ভাঙচুর চালায় এবং বাড়ির মহিলাদের ওপর আক্রমণ করে। ঘটনার খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানা পুলিশ বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।