রোগী ভর্তি নিয়ে নার্সিংহোমগুলির সঙ্গে বৈঠক শিলিগুড়ি পুর নিগমের

শিলিগুড়ি: বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে শিলিগুড়ির বিভিন্ন নার্সিং হোম কর্তৃপক্ষের সাথে শিলিগুড়ি পুর নিগমে জরুরী বৈঠক । উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলী এবং পুর কমিশনার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ।


ননার্সিংহোমগুলির পক্ষ থেকে জাানানো হয়়-

কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে । প্রত্যেকটি নার্সিং হোম গুলোয় স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা প্রদান, সরকারি নিয়মানুসারে সঠিক বিল নেওয়া, ৫০ হাজার টাকার বেশি এডভান্স না নাওয়া কোন ক্ষেত্রে প্রয়োজনে বিনা এডভান্সে ভর্তি করা, কোভিড বেড সংখ্যা কত এবং খালি বেডের সংখ্যা ডিসেপ্ল করা, অ্যাম্বুলেনস ও ডেথ ক্যারেজ ভ্যানের সঠিক ভাড়া নেওয়া ইত্যাদি । সরকারি আধিকারিকরা উক্ত বিষয়গুলো মনিটরিং করবেন । আমরা আশা করবো যে প্রাইভেট নার্সিং হোমে গুলোর সম্পর্কে মানুষের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে সেটা প্রশমিত হবে ।
আমরা মানুষের পাশে আছি । গতবার যেমন একসাথে আমরা কোভিড মোকাবিলা করেছিলাম এবারও আমরা সেটা ফাইট আউট করবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *