রৌপ্য মুদ্রার পর এইবার নদী থাকি পাওয়া গেল সোনার অলংকার, চাঞ্চল্য মেখলিগঞ্জত
বিজয় চন্দ্র বর্মন, জামালদহ, ১০ মেঃ সুটঙ্গা নদী থাকি রৌপ্য মুদ্রার পর এইবার পাওয়া গেল কিছু সোনার অলঙ্কার। এমনটাই দাবি থানীয় মানষিলার। আর এই খবর চাইরো পাখে ছড়েয়া পরিতেই নয়া করিয়া আরো চাঞ্চল্য ছড়াইল মেখলিগঞ্জের জামালদহ এলাকাত । শুকুরবার বেশ কিছু রৌপ্য মুদ্রা পাওয়া গেইসে জামালদহের সুটুঙ্গা নদীত। বিশেষজ্ঞরা কইসেন এইলা রাজ আমলের রূপোর মুদ্রা। সেদিন থাকি পত্তিদিন মুদ্রার অংশেবার বাদে নদীত নামি তল্লাশি চালাছে থানীয় মানষিলা।এলাও দুই চাইরটা করি রৌপ্য মুদ্রা পাওয়া গেলেও রবিবার দিন কাহ কাহ বেশ কিছু সোনার অলংকার ও আংটিও পাইসে বুলি জানায় থানীয় বাসিন্দারলা । এই খবর ছড়েয়া পড়তেই চাইরো পাখে আউ কাসঙ শুরু হয়া যায়। ভেল্লা মানষি নদীত নামিয়া অংশেবার ধরে পুরান মুদ্রা। মেখলিগঞ্জ থানার ওসি রাজু সোনার জানায়, ঘটনার তদন্ত করি দেখা হচ্ছে।