লকডাউনের খরা কাটিয়ে ভালো দাম পেয়ে খুশি চোপড়ার ফুলচাষীরা

সুবল গোপ:উত্তর দিনাজপুর: দু’বছর লকডাউনের খরা কাটিয়ে এবারে ভালো দাম পেয়ে খুশি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ফুলচাষীরা । উল্লেখ্য রাজ্যের বিভিন্ন এলাকার মতো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের পাগলি গছ গ্রামের ২৯ টি পরিবার এক দশক ধরে ফুল চাষ করে আসছেন বাড়তি লাভের আশায় ।কিন্তু, গত দু’বছর লকডাউন এর কারণে ফুল চাষে বড় ধাক্কা খেয়েছে ফুলচাষীরা । কারণ লকডাউন এর কারণে সরকারিভাবে অনুষ্ঠান নিষিদ্ধ থাকায় তাদের ফুল বাগানেই পচে গেছে । যাও কিছু বিক্রি হয়েছিল ,তা জলের দামে । তাই ফুলচাষীদের লোকসানের মুখে পড়তে হয়েছিল । অনেকে ফুল চাষে আগ্রহ কমিয়ে দিয়েছিল । সেই খরা কাটিয়ে এবারে ভাল দাম পাওয়ায় খুশি ফুল চাষিরা ।জানালেন, পাগলি গছ গ্রামের ফুল চাষি সান্তো দত্ত সহ অনেকে ।তারা জানান, এবারে তারা গাঁদা ফুল প্রতি কুড়ি বিকোচ্ছেন তিন থেকে সাড়ে তিন শ টাকা দরে ।যে ফুল লকডাউনের কারনে গত ২০২০ তে বিক্রি করেছেন মাত্র ১৫, থেকে ২০ টাকা কুড়ি দরে । ফুল চাষিরা জানান, তারা ধান গম আনারস চা ,ও শাক সবজি চাষের পাশা পাশি বাড়তি লাভের আশায় ফুল চাষ করে থাকেন । তারা বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল চাষ করে থাকেন ।তাদের উৎপাদিত ফুল শিলিগুড়িতে গিয়ে বিক্রি করেন তারা । নিজেরাই ঋণ মহাজন’ করে টাকা জোগাড় করে ফুল চাষ করে থাকেন । তাদের দাবি ফুল চাষীরা , ফুল চাষের জন্য সরকারি ঋণ সহায়তা পেলে তারা আরো বেশী করে ফুল চাষ করতে পারবেন ।এ ব্যাপারে উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডঃ সুরজিৎ সরকার জানান ফুল চাষ একটি লাভজনক চাষ। তবে ফুল চাষে ভালো ফলন পেতে জৈব সার ব্যবহার করা বেশি প্রয়োজন । এবং রোগ পোকা সজাগ থাকা দরকার । তিনি আরো জানান ফুল চাষীরা তাদের দপ্তরে গেলে তারা উন্নত মানের বিভিন্ন প্রজাতির ফুল চাষ নিয়ে পরামর্শ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *