লকডাউনে পথ কুকুরদের খাওয়ালেন মোহন বর্মন

পরিমল বর্মন, ঘোকসাডাঙা, ২৯ জুলাই :- রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকান যার উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে পথ কুকুরগুলি। কিন্তু লকডাউনে এই দোকান বন্ধ থাকলে না খেয়েই থাকেন এই পথ কুকুরগুলি। এখন রাজ্যে সপ্তাহে দুই দিন লক ডাউন, কার্যত বন্ধ সমস্ত দোকানপাট আর এই পথ কুকুরদের কথা ভেবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করলেন পশুপ্রেমী মোহন বর্মন। জানা গিয়েছে, মাথাভাঙা ২ ব্লকের
ঊনিশবিশা গ্রামের মোহন বর্মন সাধারণ পরিবারের সন্তান। পশুর প্রতি তার ভালোবাসা পাড়া প্রতিবেশি এক বাক্যে স্বীকার করেন| তার বাড়িতে গেলে দেখা যায় দশ বারোটি কুকুরকে প্রতিদিন তিনি তিন বেলা পেট পুড়ে খেতে দেন| মোহন বর্মন বলেন, লকডাউনের দিন গুলিতে কুকুরের খাবারের অভাব তাই এই উদ্যোগ | হাট বাজারের কুকুরগুলি সাধারণত হোটেল, মিষ্টির,চায়ের দোকানের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে| রাত বাড়তে দখল নেয় নিজ এলাকা| অপরিচিত লোকদের নিজ এলাকায় ঢুকতে বাধা দিয়ে পুলিশের দায়িত্ব সাড়ে কুকুরগুলি| কিন্তু এই সব কুকুরের খাবারের সমস্যা হয় ধর্মঘটে বাজার বন্ধ থাকলে| লক ডাউনের প্রথম এবং দ্বিতীয় পর্বে অনেকে খাবারের ব্যবস্থা করলেও কিন্তু বর্তমানে সপ্তাহে দুইদিন লক ডাউনে বাজার হাট বন্ধ থাকায় কুকুর গুলির খাবারের সমস্যা দেখা দিয়েছে | আগের মত আর কেউ এগিয়ে আসছে না কুকুরের খাবার দিতে | তাই মোহনবাবু পেন এনজিও-র সদস্যদের নিয়ে খাবারের গাড়ি সহ বেড়িয়ে পড়লেন রাস্তায় | এই দিন ঘোকসাডাঙা বাজার ,থানা চৌপথী,উনিশবিশা হাইরোড চৌপথীর পথ কুকুরের খাবারের ব্যবস্থা করলেন পেন এন জিও সদস্য মোহন বর্মন | লক ডাউনের দিনগুলিতে তিনি এভাবেই চলতে চান | সমাজসেবী স্বপন রায় ,জহরলাল নন্দী সহ অনেকেই মোহনবাবুর কাজকে সাধুবাদ জানান |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *