লটারির টিকিটেই প্রতারণা চক্রের অভিযোগ

ময়নাগুড়ি: শহর থেকে গ্রামাঞ্চল, প্রত্যেকেই তিরিশ টাকায় ভাগ্য পরীক্ষা করাতে চান। এবার সেই লটারির টিকিটেই প্রতারণা চক্রের অভিযোগ। জাল লটারি বিক্রির অভিযোগ তুলে পুলিশের দারস্থ হলেন বেশ কিছু লটারি বিক্রেতা। বুধবার এই অভিযোগ নিয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তারা। তাদের অভিযোগ ময়নাগুড়ির বিভিন্ন গ্রাম এলাকায় এই জাল লটারি চক্র ছড়িয়ে পড়েছে। সাধারণত লটারির দাম প্রতি টিকিট ছয় টাকা কিন্তু ওই টিকিট গুলি বারো টাকা দামে বিক্রি করা হচ্ছে। শুধু তাই না যেখানে লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা থাকার কথা সেখানে ওই লটারির টিকিটে প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা লেখা রয়েছে। তাদের অভিযোগ এই লটারি সংস্থার কোনো অস্তিত্বই নেই। ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত এলাকা গুলিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে তেমনি সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। পাশাপাশি তাদের ও ব্যবসার ব্যপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন৷ তবে এই টিকিট কোথা থেকে এলো, কে বা কারা এই টিকিট ছড়াচ্ছে সেই বিষয়টি তাদের কাছে পরিস্কার নয়। সেই কারনেই তারা পুলিশের দারস্থ হয়েছেন। এই জাল টিকিট বিক্রি বন্ধ না হলে তাদের ব্যবসার যেমন ক্ষতি হবে তেমনি সাধারণ মানুষও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে অভিযোগ করেন তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *