লোকসভা ভোটের পর প্রথম দপ্তরের কাজে স্বমহিমায় ফিরলেন প্রধান

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা ২ নভেম্বর: লোকসভা ভোটের পর দপ্তরে ফিরলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মন। বিগত লোকসভা ভোটে কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গে ধরাশায়ী তৃনমূল কংগ্রেস। এমতাবস্থায় মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বাভাবিক ছন্দে দপ্তরে আসতে পারেনি। যদিও লোকসভা ভোটের পর দু’বার সংসদ সভায় হাজির হয়েছিলেন। কিন্তু বাকি দিনগুলোতে দেখাই পাওয়া যেত না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। প্রধান দপ্তরে না আসায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে। সূত্রে খবর, ভোটের পর তৃনমূল কংগ্রেস বনাম বিজেপির সংঘর্ষে কয়েকবার উত্তপ্ত হয় নয়ারহাট এলাকা। এমনকি তৃনমূল বনাম পুলিশের মধ্যেও একটা ঝামেলার সূত্রপাত হয়। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত দপ্তরের কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দু’পক্ষই। কিন্তু এবার জেলায় তৃনমূল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় কিছুটা হলেও ছন্দে ফিরছে নয়ারহাট এলাকা। এদিন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান জানান বিগত দিনে নয়ারহাট বাজার একেবারে উত্তপ্ত ছিল, তাই দুবার সংসদ সভায় আসা হলেও বাকি দিনগুলোতে আসা হয়নি। কিন্তু এখন সাধারণ মানুষের সুবিধার্থে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এদিন দপ্তরে আসা। সব কিছু ঠিক ঠাক থাকলে ফেলে রাখা কাজগুলো শীঘ্রই শেষ করার চেষ্টা করা হবে। প্রধান কার্যালয়ে স্বমহিমায় ফিরে আসায় স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা। এব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেরার পথে প্রধান মহেশ চন্দ্র বর্মন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *